Wednesday , 19 March 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এনজিও
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জীবনযাত্রা
  11. ঢাকা
  12. দিবস উদযাপন
  13. নির্বাচন
  14. বরিশাল
  15. বিনোদন

তেতুলিয়ায় খাদ্য কর্মকর্তা  নিজে রং তুলি দিয়ে শেখ হাসিনার নাম মুছলেন

প্রতিবেদক
S Zaman Reza
March 19, 2025 2:39 pm

তেতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধিঃ
 পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শালবাহান ইউনিয়ন পরিষদে টিসিবির পন্যের সাথে চাল বিতরনে ও  খাদ্য গুদামে  সুবিধাভোগীদের জন্য চাল বরাদ্দের মজুদকৃত চালের বস্তায়  শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগান নাম মিশিয়ে দায়সারা দায়িত্ব পালনের সংবাদ  প্রচারের পর এবার সেই খাদ্য পরিদর্শক রুবেল আলম নিজের দোষ চেপে রাখতে নিজেই রং তুলি নিয়ে বস্তার উপর লেখা মিশানোর কাজ করেছেন৷ 
এদিকে এই কর্মকর্তার এমন অভিনব কায়দা ও লোক দেখানো দায়িত্ব পালনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচার৷ করিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 
মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়া উপজেলা খাদ্য গুদাম চত্বরে নিজের দূর্বলা ও ভুল ঢাকতে এই কাজ করতে দেখা যায় তাকে। 
জানা যায়, জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদের টিসিবির পণ্যের সাথে চাল বিতরনের সময়ে পতিত সরকার শেখ হাসিনার নাম সংবলিত স্লোগানে বিভিন্ন চালের বস্তায় নাম দেখা যায়।  আর এই বস্তার কারনে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। দায়সারা দায়িত্ব পালনের কারনে খাদ্য পরিদর্শক রুবেলের বিরুদ্ধে বিভিন্ন গন্যমাধ্যমে সংবাদও প্রকাশিত হয় এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সংবাদ প্রচারের পর নিজের ভুল ও দূর্বলতা ঢাকতে এই কর্মকতা নিজে রং তুলি নিয়ে বস্তার উপরে শেখ হাসিনার নাম ও স্লোগান মুছে দেন৷  বিষয়টি নিয়ে আবারো সমালোচনা সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। 
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা খাদ্য পরিদর্শক রুবেল আলম বলেন,জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক মহোদয়ের নির্দেশেনা প্রদান করেছেন এবং সার্বক্ষনিক মনিটরিং করছেন। এরই ধারাবাহিকদায় সকাল থেকে বস্তার উপরে নাম ও স্লোগান মুছে দেওয়ার কাজ চলছে। আমরা ৫ আগষ্টের পর থেকে এমন কাজ অব্যাহত রেখেছি৷  তবে শ্রমিক দিয়ে কাজ করাতে গিয়ে  কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা এই সন্দেহ থাকায় আমি ব্যক্তিগত ভাবে নিজেই রং তুলি দিয়ে কাজটি করছি। আমি মনে করছি এটি আমার নৈতিক দায়িত্ব। আমরা আশাবাদী আমাদের উপজেলা থেকে নাম ও স্লোগান বিহীন চালের বস্তা যাবে প্রতিটি ইউনিয়ন ও চাল বিতরণ পয়েন্টে। 
এদিকে তেঁতুলিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ.দা.) মোঃ কামরুজ্জামান বলেন, তেঁতুলিয়া খাদ্য গুদামসহ সকল খাদ্য গুদামের এমন কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিটি বস্তায় যেন ভালোভাবে নাম ও স্লোগান মুছে দেওয়া হয় সে নির্দেশনা প্রদান করেছি আমি। আর সেই নির্দেশনা অনুযায়ী আমার খাদ্য পরিদর্শক কাজটি সম্পন্ন করার চেষ্টা করছে।

সর্বশেষ - রংপুর