আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে মরহুমা আয়শা ইসলাম এর রুহের আত্নার মাগফেতার এবং বিএনপি’র চেয়ার পার্সন-সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
্র
শনিবার (২২মার্চ) বিকালে সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর বাস ভবনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ৩নং গোমনাতী ইউনিয়ন শাখা। ইউনিয়ন কৃষকদলের সভাপতি রইছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা কৃষকদলের সভাপতি আফজাল হোসেন চৌধুরী হিরো।
গোমনাতী ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলাম এর সঞ্চালনায় অতিথি হিসাবে সাবেক প্রধান শিক্ষক কামরুল হক চৌধুরী সুজা, জিয়া পরিষদ নীলফামারী জেলা শাখার আহবায়ক আবু সাদেক চৌধুরী লুলু, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এএসএম গোলাপ হোসেন, ইউনিয়ন বিএপি’র সাধারণ সম্পাদক তহিদুর রহমান বুলবুল, সাবেক ছাত্রনেতা এহসানুল হক চৌধুরী অলোক প্রমূখ বক্তব্য রাখেন।
এ ছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে ইউনিয়ন সেস্বচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ নেওয়াজ সুইট, যুবদলের সভাপতি রাকিবুল ইসলাম বাবু, ইউনিয়ন কৃষকৃদলের সহ-সভাপতি আব্দুৃল মান্নান, রবিউল ইসলাম রবিউল সহ সকল ওয়ার্ডের সভাপতি সম্পাদক এবং সহযোগি অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং ডোমার ডিমলার জনপ্রিয় নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর প্রয়াত সহধর্মীনী মরহুমা আয়শা ইসলাম এর বিদাহী আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
আগামী সংসদ নির্বাচনে ডোমার ডিমলার আসনে বিএনপির প্রতিনিধিকে নির্বাচিত করতে দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।