Sunday , 23 March 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এনজিও
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জীবনযাত্রা
  11. ঢাকা
  12. দিবস উদযাপন
  13. নির্বাচন
  14. বরিশাল
  15. বিনোদন

মনপুরায় বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনের ত্রিমুখী সংঘর্ষ ॥ আহত-১৫

প্রতিবেদক
Admin
March 23, 2025 10:03 pm

স্টাফ রিপোর্টার, মনপুরা ॥ ভোলার মনপুরায় দুঃস্থ ও অসহায়দের মধ্যে ঈদের স্পেশাল ভিজিএফ এর চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের সাথে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন নেতাদের সাথে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন দলের ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছে। আহতদের মনপুরা হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে নৌ-বাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। রোববার দুপুর ১২ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনা ও আহত সূত্রে জানা যায়, রোববার সকাল ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ইউনিয়ন পরিষদে প্রশাসকের নেতৃত্বে চাল বিতরণ কার্যক্রম চলছিল। পরে একতরফা বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ওই চাল বিতরণের প্রতিবাদে স্থানীয় জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতারা একসাথে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে তারা মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে গেলে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। এতে ঘন্টাব্যাপি ত্রিমুখী সংঘষের ঘটনা ঘটে। এতে তিন দলের ১৫ জন কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ইসলামী আন্দোলন ও জামায়াতের কর্মীরা হলেন- নোমান, মহিউদ্দিন, মোঃ মাহিন, মোঃ রাসেদ, আব্বাস ও মোঃ কাউসার।

অপরদিকে বিএনপির আহত কর্মীরা হলেন- মোঃ মামুন, মোঃ এরশাদ, আব্বাস, সহিজল ও মিল্লাদ। এদের সবার বাড়ি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে। ত্রিমুখি সংঘর্ষের খবর পেয়ে নৌ-বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত হলে পরিস্থিত শান্ত হয়। এ সময় ওই ইউনিয়ন পরিষদে দুই ঘন্টা চাল বিতরণ বন্ধ থাকে। পরে পরিস্থিতি শান্ত হলে ও তিন দলের নেতাদের সাথে বৈঠকের পর ফের চাল বিতরণ শুরু হয় বলে জানান উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন।

উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সভাপত্বি মুফতি এনায়েত উল্লাহ জানান, প্রত্যেক বছর উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ থেকে আমাদের দলের অসহায় নেতা-কর্মীদের চাল পেতে। কিন্তু এই বছর আমাদের অসহায় নেতা-কর্মীদের চাল না দিয়ে একতরফা বিএনপির নেতা-কর্মীদের চাল দেওয়া হয়। এর প্রতিবাদ জানিয়ে আমরা মিছিল করি। পরে ইউনিয়ন পরিষদের প্রশাসকের কাছে প্রতিবাদ করতে গেলে বিএনপির নেতা-কর্মীরা আমাদের উপর হামলা করে আহত করে।

উত্তর সাকুচিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু সুফিয়ান অভিযোগ করে জানান, একতরফাভাবে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে চাল বিতরণ করা হয়। এর প্রতিবাদে মিছিল শেষে প্রশাসকের কাছে আসলে বিএনপির নেতা মোশারেফ, সামসু ও ফিরোজের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়। এতে আমাদের বেশ কিছু নেতা-কর্মীরা আহত হয়।

উত্তর সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশারেফ জানান, আমি হামলা করেনি বরং গোলমাল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাই।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, চাল বিতরণ নিয়ে বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলন নেতাদের মধ্যে মারামারি ঘটনা ঘটে। পরে নৌ-বাহিনী ও পুলিশ সদস্যদের অবস্থানের পর পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে কেউ এখনও অভিযোগ করেনি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক জানান, চাল বিতরণের সময় তিন দলের নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে নৌ-বাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলায় ৩ দলের নেতাদের সাথে বসে সমস্যার সমাধান করা হবে।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত

মনপুরা রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ এবং আহবায়ক কমিটি গঠন

পঞ্চগড়ে প্যারেন্টিং প্রশিক্ষণ উপলক্ষে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরন

দেবহাটায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরন

পাইকগাছায় প্রতিপক্ষদের হামলায় মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক সহ আহত -৪ পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় প্রতিপক্ষদের হামলায় উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক সহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁদখালী বাজারস্থ গরুর হাট এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করেছেন মৎস্যজীবি দলের নেতা মনিরুল ইসলাম। ইউনিয়ন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে হামলার এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। চাঁদখালীর কালিদাস পুর গ্রামের মৃত রমজান সরদারের ছেলে ও উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (৩৫) অভিযোগ করে বলেন একই এলাকার মৃত আসমত সরদারের ছেলে ইউনিয়ন আওয়ামী নেতা মুছাল সরদার (৪৮) ও হামিদ সরদারের ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা হাফিজুল সরদার (৩০) সহ প্রতিপক্ষদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমার বিরোধ চলে আসছে। বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষরা ঘটনার দিন সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে চাঁদখালী বাজারস্থ গরুর হাট সংলগ্ন রাস্তায় আমাদের উপর হামলা করে। প্রতিপক্ষরা বেদম মারপিট ও কুপিয়ে আমাদের জখম করে। হামলায় আমি মনিরুল ইসলাম, সালাম সরদারের ছেলে কবিরুল ইসলাম (৩০), মৃত নজরুল ইসলামের ছেলে হুমায়ুন কবির (৩২) ও মুকুল সরদারের ছেলে সাকিব সরদার (২৬) গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য কবিরুল, হুমায়ুন ও সাকিব কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে হুমায়ুনের শরীরের বিভিন্ন স্থানে ২১ টি সেলাই করা লাগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মনিরুল ইসলাম বাদি হয়ে মুছাল ও সাইফুল সহ প্রতিপক্ষদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে থানার ওসি সবজেল হোসেন জানিয়েছেন।

পাইকগাছায় প্রতিপক্ষদের হামলায় মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক সহ আহত -৪

সাপাহারে টাপেন্টাডল ট্যাবলেট সহ ফার্মেসী মালিক আটক

ডোমারে বামুনিয়া ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা

বাকেরগঞ্জে ন্যায় সংঘ উন্নয়ন ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

পঞ্চগড়ে এইচপিভি টিকা বিষয়ে এডভোকেসী সভা

দেবহাটায় ইউএনওর অভিযানে ক্যামিক্যাল মিশানো ৫০ ক্যারেট আম জব্দ

দেবহাটায় ইউএনওর অভিযানে ক্যামিক্যাল মিশানো ৫০ ক্যারেট আম জব্দ