Sunday , 23 March 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এনজিও
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জীবনযাত্রা
  11. ঢাকা
  12. দিবস উদযাপন
  13. নির্বাচন
  14. বরিশাল
  15. বিনোদন

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে জিয়াউর রহমান ফাউন্ডেশন

প্রতিবেদক
Admin
March 23, 2025 10:07 pm

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। জুলাই গণঅভ্যুত্থানে খুলনার পাইকগাছার দুই শহিদ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট তারেক রহমান এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

রোববার সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে দুই শহীদের বাড়িতে গিয়ে তার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রথমে চাঁদখালী ইউনিয়নের কালিদাস পুর গ্রামের শহিদ রাকিবুল ইসলামের বাড়িতে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এসময় রাকিবুল হাসান এর পিতা রফিকুল ইসলাম ও তার মাতার কাছে ঈদ উপহার সামগ্রী এবং তারেক রহমান স্বাক্ষরিত একটি পত্র তুলে দেওয়া হয়। এরপর রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামে নিহত মৎস্য ব্যবসায়ী নবী নূর মোড়লের বাড়িতে যান নেতৃবৃন্দ।

এসময় নবী নূর মোড়লের মাতা তহুরা বিবি নিকট ঈদ সামগ্রী তারেক রহমান স্বাক্ষরিত একটি পত্র তুলে দেওয়া হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী ফাউন্ডেশন এবং দলীয় নেতৃবৃন্দ কে সাথে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর মাধ্যমে অত্র এলাকার শহিদ এই দুই পরিবারের কাছে ঈদ শুভেচ্ছা উপহার ও তারেক রহমানের একটি পত্র পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর বিভাগীয় সদস্য সচিব ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য কৃষিবিদ ড. এসএম ফেরদৌস, খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর আহবায়ক আসলাম পারভেজ, ১ নং যুগ্ম আহবায়ক সেলিম রেজা লাকি, বিএনপি নেতা শেখ ইমামুল ইসলাম, তুষার কান্তি মন্ডল, আসাদুজ্জামান ময়না, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ইমরান সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, নজরুল ইসলাম, ইউনুস মোল্লা, সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, আনারুল ইসলাম ।

উল্লেখ্য গত ২১ জুলাই ঢাকার সাভারে শ্রীকন্ঠপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী নবী নূর মোড়ল গুলিতে নিহত হয়। এবং ৫ আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কালিদাস পুর গ্রামের শিক্ষার্থী রাকিবুল হাসান এর মর্মান্তিক মৃত্যু হয়।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত

এবার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন ; ঝুঁকিতে এলাকাবাসী

সাপাহারের পাতাড়ী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল

চাঁদাবাজ মাদক-কিশোরগ্যাং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে- পুলিশ সুপার 

ভোলার ভেলুমিয়া’য় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, আহত-৩

ডোমারে গোমনাতী সন্ন্যাসীতলা মন্দিরে ৩২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

পাইকগাছায় ল্যান্ড ওয়াটার প্রকল্পের শেয়ারিং সভা অনুষ্ঠিত

ডোমারে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

দেবহাটা উপজেলা সমিতির জরুরি মিটিং সম্পন্ন দেবহাটা প্রতিনিধি।। দেবহাটা উপজেলার উন্নয়ন, একতা ও সমৃদ্ধি এই শ্লোগানে ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পিকনিক পরবর্তী জরুরি মিটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে সমিতির আহ্বায়ক খাইরুল ইসলাম জীবন এবং সদস্য সচিব তাহাজ্জাত হোসেন হিরুর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। মিটিংয়ে সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা, সম্প্রতি গঠিত কমিটির কার্যক্রম এবং দেবহাটার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ভাতশালা ও কোমরপুর এলাকায় বাঁধ সংস্কার প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় যেটা ড. মোঃ কামরুজ্জামান, এন.ডি.সি ও অতিরিক্ত সচিবের সহায়তায় শুরু হয়েছে বলে সভায় অবগত করানো হয়। উক্ত এলাকায় স্থায়ী বাধ নির্মানে সম্প্রতি একনেকে পাশ হয়েছে বলে জানা গেছে। সমিতির সদস্যদের সক্রিয় অংশগ্রহণে মিটিংটি ফলপ্রসূ হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেবহাটা উপজেলার উন্নয়ন ও কল্যাণে সকলে এগিয়ে যাবে এই প্রত্যয়ে সভা শেষ হয়।

দেবহাটা উপজেলা সমিতির জরুরি মিটিং সম্পন্ন

মনপুরায় সামুদ্রিক সংরক্ষিত এলাকা ব্যবস্থাপনা পরিকল্পনা উন্নয়ন ও বাস্তবায়ন কর্মশালা অনুষ্ঠিত

সাপাহারে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা