Sunday , 23 March 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এনজিও
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জীবনযাত্রা
  11. ঢাকা
  12. দিবস উদযাপন
  13. নির্বাচন
  14. বরিশাল
  15. বিনোদন

মনপুরায় বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনের ত্রিমুখী সংঘর্ষ ॥ আহত-১৫

প্রতিবেদক
Admin
March 23, 2025 10:03 pm

স্টাফ রিপোর্টার, মনপুরা ॥ ভোলার মনপুরায় দুঃস্থ ও অসহায়দের মধ্যে ঈদের স্পেশাল ভিজিএফ এর চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের সাথে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন নেতাদের সাথে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন দলের ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছে। আহতদের মনপুরা হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে নৌ-বাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। রোববার দুপুর ১২ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনা ও আহত সূত্রে জানা যায়, রোববার সকাল ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ইউনিয়ন পরিষদে প্রশাসকের নেতৃত্বে চাল বিতরণ কার্যক্রম চলছিল। পরে একতরফা বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ওই চাল বিতরণের প্রতিবাদে স্থানীয় জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতারা একসাথে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে তারা মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে গেলে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। এতে ঘন্টাব্যাপি ত্রিমুখী সংঘষের ঘটনা ঘটে। এতে তিন দলের ১৫ জন কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ইসলামী আন্দোলন ও জামায়াতের কর্মীরা হলেন- নোমান, মহিউদ্দিন, মোঃ মাহিন, মোঃ রাসেদ, আব্বাস ও মোঃ কাউসার।

অপরদিকে বিএনপির আহত কর্মীরা হলেন- মোঃ মামুন, মোঃ এরশাদ, আব্বাস, সহিজল ও মিল্লাদ। এদের সবার বাড়ি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে। ত্রিমুখি সংঘর্ষের খবর পেয়ে নৌ-বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত হলে পরিস্থিত শান্ত হয়। এ সময় ওই ইউনিয়ন পরিষদে দুই ঘন্টা চাল বিতরণ বন্ধ থাকে। পরে পরিস্থিতি শান্ত হলে ও তিন দলের নেতাদের সাথে বৈঠকের পর ফের চাল বিতরণ শুরু হয় বলে জানান উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন।

উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সভাপত্বি মুফতি এনায়েত উল্লাহ জানান, প্রত্যেক বছর উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ থেকে আমাদের দলের অসহায় নেতা-কর্মীদের চাল পেতে। কিন্তু এই বছর আমাদের অসহায় নেতা-কর্মীদের চাল না দিয়ে একতরফা বিএনপির নেতা-কর্মীদের চাল দেওয়া হয়। এর প্রতিবাদ জানিয়ে আমরা মিছিল করি। পরে ইউনিয়ন পরিষদের প্রশাসকের কাছে প্রতিবাদ করতে গেলে বিএনপির নেতা-কর্মীরা আমাদের উপর হামলা করে আহত করে।

উত্তর সাকুচিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু সুফিয়ান অভিযোগ করে জানান, একতরফাভাবে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে চাল বিতরণ করা হয়। এর প্রতিবাদে মিছিল শেষে প্রশাসকের কাছে আসলে বিএনপির নেতা মোশারেফ, সামসু ও ফিরোজের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়। এতে আমাদের বেশ কিছু নেতা-কর্মীরা আহত হয়।

উত্তর সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশারেফ জানান, আমি হামলা করেনি বরং গোলমাল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাই।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, চাল বিতরণ নিয়ে বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলন নেতাদের মধ্যে মারামারি ঘটনা ঘটে। পরে নৌ-বাহিনী ও পুলিশ সদস্যদের অবস্থানের পর পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে কেউ এখনও অভিযোগ করেনি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক জানান, চাল বিতরণের সময় তিন দলের নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে নৌ-বাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলায় ৩ দলের নেতাদের সাথে বসে সমস্যার সমাধান করা হবে।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত

ডোমারে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা

সাপাহারে জোর পূর্বক লক্ষাধিক টাকার মাছ উত্তোলন

সাত দিন আগে শেখ হাসিনা ভাবেনি তাকে পালিয়ে যেতে হবে-বিএনপি নেতা নওশাদ জমির

বাংলাদেশ কারিগরি বিএমটি কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন সভাপতি অধ্যক্ষ দিলু সাধারন সম্পাদক মাসুদুর রহমান

মিরপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ,  নিহত-০২, আহত অন্তত: ০৩

পাইকগাছায় প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে এনজিও কর্মীর টাকা ছিনতাই

পাইকগাছায় প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে এনজিও কর্মীর টাকা ছিনতাই

নড়াইলে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত নারীসহ পাঁচজন আহত 

নড়াইলে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত নারীসহ পাঁচজন আহত 

ডোমারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে তিনদিন ব্যাপী কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

কালাইয়ে দৈনিক ইত্তেফাক ৭২ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কালাইয়ে দৈনিক ইত্তেফাক ৭২ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত