দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গন সংযোগ ও ওয়ার্ড ভিত্তিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার সোনাহার মল্লিকাদাহ ইউনিয়ন বিএনপি’র উদ্যাগে এই গন সংযোগ ও ওয়ার্ড ভিত্তিক উঠান বৈঠক অনুষ্ঠিত। এসময় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবার মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।