নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরাঃ সাতক্ষীরার দেবহাটায় আল আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় ও দুস্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ২৬মার্চ দুপুর ২টায় উপজেলার টাউন শ্রীপুর দক্ষিণ পাড়া বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
আল আকসা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হাফেজ মাওলানা মোঃ মেহেদী হাসান এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমিষ্টভাষী বিশিষ্ট ইসলামি বক্তা হাফেজ মাওলানা মোঃ আমিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওঃ মোঃ আরিফ হোসাইন, সহ-সভাপতি মো: সেলিম খান, সেক্রেটারী মোঃ শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: নাইম হোসেন সহ আল-আকসা সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যবৃন্দ, মসজিদের কমিটিবৃন্দ।
আল-আকসা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এসময় ৪২জনকে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী এবং ০৩ জনকে পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। এই ঈদে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আল-আকসা সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যবৃন্দ এবং গ্রামবাসী অত্যন্ত আনন্দিত।