আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
বিএনপি’র চেয়ার পার্সন-সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নীলফামারীর ডোমারে ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন কৃষকদলের ইফতার ও দোয়া মাহফিল সুষ্ট ভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৯মার্চ) বিকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন শাখা। ইউনিয়ন কৃষকদলের সভাপতি আকতারুজ্জামান লিখন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মজির উদ্দিন সরকার।
কৃষকদলের সাধারণ সম্পাদক রিপন মাহামুদের সঞ্চালনায় অতিথি হিসাবে সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সাবলু, যুবদলের আহবায়ক রবিউল আলম ভুট্টু, বিএনপি’র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারিক, ওয়েসিস এর পরিচালক আনজারুল হক মিলন প্রমূখ বক্তব্য রাখেন।
এ ছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মারুফ সুজন, সাংগঠনিক সম্পাদক নুর আলম হক, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, বাবুল হোসেন, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরিফ, সহ-সভাপতি নুরনবী শাহ, সেস্বচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম, তাঁতীদলের সভাপতি রাশেদ মেনন, কৃষকদলের ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান,আমিনুর রহমান, মোবারক হোসেন সহ সকল ওয়ার্ডের সভাপতি/সম্পাদক এবং সহযোগি অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং দেশ ও জাতীর কল্যাণে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শিক্ষক তোজাম্মেল হক তজো।
আগামী সংসদ নির্বাচনে ডোমার-ডিমলার জনপ্রিয় নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ধানের শীষ প্রতিকে নির্বাচিত করতে দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবন্ধ থাকার আহবান জানান বক্তারা।