আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে পবিত্র ঈদ-উল-ফিতরের বিশাল ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ আনন্দ, দীর্ঘ ১মাস সিয়াম সাধনার পর আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় সোমবার (৩১মার্চ) সকাল থেকে শুরু করে এলাকার হাজারো ধর্মপ্রাণ মুসলিম ময়দানে সমেবেত হয়। ময়দান প্রাঙ্গণ যেন মুসলিম উম্মার মিলন মেলায় পরিনত হয়েছে।
কমিটির নির্ধারিত সময়ে সকাল ৯টায় সকল শ্রেনীপেশার মানুষ একই কাতারে জামাত বন্ধি হয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
সেখানে নামাজ ও বিশেষ দোয়া পরিচালনা করেন ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব আলহাজ¦ মুফতি মাহামুদ বীন আলম।
নামাজ শেষে ময়দান কমিটির সাধারণ সম্পাদক মাসুদ বিন আমিন সুমন এর সঞ্চালনায় মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ে বক্তব্য প্রদান করেন সাবেক পৌর মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু, থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম।
খুতবা প্রদান করে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশ্বের নির্যাতিত মুসলিমদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ময়দানে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মুসল্লিরা এক কাতারে নামাজ আদায় করেন। এ সময় নিজের আতœসুদ্ধি ও গুনাহ মাফের আশায় দুচোখের পানি ছেড়ে বিশেষ দোয়া ও মুনাজাত করেন। সকল দীধাদন্দ ভুলে একে অপরের সাথে প্রাণখুলে ঈদের কুশল বিনিময় করেন আগত মুসুল্লিরা।