আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে বর্ণিল আয়োজন ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।
নতুন বছরকে স্বাগত জানাতে সারাদেশের মতো প্রাণের উৎসবে মেতে উঠেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষ এ শোভাযাত্রায় অংশগ্রহন করেন।
উপজেলা প্রশাসন, পৌরসভা এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নাট্য সমিতি উদ্যোগে সোমবার সকাল ১০টায় ডোমার বাজার শহীদ-ধিরাজ ও মিজান স্মৃতি পাঠাগারের সামনে থেকে জাতীয় সংগীত, বৈশাখের গান ও নৃত্য পরিবেশনের মধ্যদিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম।
এরপর বিভিন্ন সামাজিক সংগঠন, স্কুল কলেজের শিক্ষার্থী এবং নানা শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। পৌর শহর প্রদক্ষিণ করে ডোমার শিল্পকলা একাডেমী ভবনের উন্মুক্ত মঞ্চে নাট্য সমিতি আহবায়ক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন অতিথিগণ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, সহিদার রহমান মানিক, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সকলের সাথে কুশল বিনিময় করেন।
শেষে জোড়াবাড়ী ইউনিয়নের নুরু মিয়ার দলের ঐতিহ্যবাহী লাঠি খেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।