Saturday , 19 April 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এনজিও
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জীবনযাত্রা
  11. ঢাকা
  12. দিবস উদযাপন
  13. নির্বাচন
  14. বরিশাল
  15. বিনোদন

দেবহাটার ইছামতি নদীর ভাঙ্গনে বদলে যাচ্ছে মানচিত্র, হুমকির মুখে রুপসী ম্যানগ্রোভ

প্রতিবেদক
Admin
April 19, 2025 6:24 am
দেবহাটার ইছামতি নদীর ভাঙ্গনে বদলে যাচ্ছে মানচিত্র, হুমকির মুখে রুপসী ম্যানগ্রোভ

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিরিধি।। সাতক্ষীরার দেবহাটা ইছামতি নদীর বিরামহীন ভাঙনে দিনে দিনে হারিয়ে যাচ্ছে দেশের ভূ-খন্ড। একসময়ের ঐতিহ্য আর ইতিহাসের স্বাক্ষী দেবহাটা তথা দেশের ভূখন্ড হারানোর সাথে সাথে পরিবর্তন, পরিবর্ধন আর সংকুচিত হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এক সময়ের ইতিহাস ঐতিহ্য আর সমৃদ্ধির প্রতিমুখ সোনালী অতীতের মুখছায়া ইছামতি ছিল ব্যবসা নির্ভর নৌপথ। যার কারনে এখানে গড়ে উঠেছিল বানিজ্যিক কেন্দ্র, স্থাপিত হয়েছিল টাউনশ্রীপুর পৌরসভা। যেটি ছিল তৎকালীন সময়ে দেশের মধ্যে চতুর্থ পৌরসভা।

ইছামতি নদীর কল্যাণে অর্থনীতিতেও বইছিল সুবাতাস। কিন্তু প্রতিবেশী দেশের নদী শাসন, নদী ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর অন্যদিকে ইছামতি নদীর ভাঙনরোধে সংশ্লিষ্ট দপ্তরের কালক্ষেপন, অদুরদর্শিতা, অনিয়ম, দূর্নীতি সর্বোপরি কোন কোন অংশে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণে প্রতিবেশী দেশের বাঁধা প্রদানসহ বিভিন্ন কারণে বিগত দিনগুলোতে ভেঙেছে ইছামতি নদীর বেড়িবাঁধ। ফসলি জমি, জনপথ স্থাপনা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ইছামতির করাল গ্রাসে শিকার হয়েছে।

বাংলাদেশ ভারত বিভক্তিকরণ ইছামতি নদী বর্তমান সময়ে হাজারো সীমান্ত পারের গ্রামবাসির উদ্বেগ, আতঙ্ক আর হুমকির কারণে পরিণত হয়েছে। আর বিগত সময়ে এই প্রবল ভাঙনের করাল গ্রামে ইছামতির গর্ভে তলিয়ে দেবহাটার রাজনগর নামে একটি মৌজার সমস্ত জমি। এই ভাঙ্গনের ফলে দেবহাটা তথা সাতক্ষীরার একটি মনোমুগ্ধকর নান্দনিক পিকনিট স্পট রুপসী ম্যানগ্রোভ, থানা ভবনটিও বর্তমানে হুমকির মুখে পড়েছে।

সাতক্ষীরার সদর উপজেলার হাড়দ্দাহ, দেবহাটার কোমরপুর, ভাতশালা, টাউনশ্রীপুর, চরশ্রীপুর, সুশীলগাতি, উপজেলা সদর, বসন্তপুর, নাংলা এলাকার অধিকাংশ ভেড়িবাধ প্রতিনিয়ত ভাঙ্গনের কবলে আছে। এছাড়া উপজেলা সদরে সদ্য নির্মিত বহুতল থানা ভবন হুমকির মুখে রয়েছে। ইছামতির ভাঙন থানা ভবন হতে মাত্র কয়েক মিটার দূরবর্তী এলাকায় অবস্থান করছে। যে কোন সময়ে থানা ভবন ভাঙনের কবলে পড়ার আশঙ্কা করছেন সীমান্তপারের নদী ভাঙ্গনে অভিজ্ঞ ও ভুক্তভোগী জনগোষ্ঠী। ইতিমধ্যে কোমরপুরের সরকারি খাদ্য গুদাম, জাহাজঘাট ইছামতি ভক্ষণ করেছে। ঐতিহাসিক পীরের মাজার ভাঙন ছুঁই ছুঁই করছে। সর্বাপেক্ষা বেদনার বিষয় দেবহাটার রাজনগর নামক মৌজা বর্তমানে অস্তিত্বহীন। শতশত বিঘা জমি সমৃদ্ধ রাজনগর মৌজা ইছামতির করাল গ্রাসে হারিয়ে গেছে। বৃটিশ শাসনামলে এবং পাকিস্তান শাসনামলে রাজনগরের অস্তিত্ব সরকারি রেকর্ডপত্রে দৃশ্যমান।

সীমান্ত এলাকার বয়োবৃদ্ধরা জানান, রাজনগর মৌজা নদীর বিপরীত অংশে জেগে উঠেছে। দেশের ভূখন্ড হারিয়ে যাওয়ার ঘটনা ইতিহাসের ঘটনা প্রবাহের সাথে তুলনা করছেন সীমান্ত পারের জনসমাজ। ইতিহাস খ্যাত এই নদীর গতিপথ বিপরীত দিক দিয়ে বন্ধ করে ইছামতির ভাঙন ত্বরান্বীত করেছে বলে অনেকের আশঙ্কা। তাই এখনই সময় সীমান্ত নদীর ক্ষেত্রে আন্তর্জাতিক নীতির প্রতিফলন ঘটিয়ে ভাঙনরোধে স্থায়ী সমাধানের ক্ষেত্র নিশ্চিতকরণ।

প্রতিবেশী দেশ যেমন কংক্রীটের এবং অপরাপর উপাদানের মাধ্যমে ভাঙন রোধ করে বাংলাদেশকে ভাঙনের মুখে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এ জন্য প্রয়োজন মেগা প্রকল্প গ্রহণ। আর এজন্য পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে না করে সেনাবাহিনীর মাধ্যমেই মেগা প্রকল্প বাস্তবায়ন হলে অনিয়ম ও দুর্নীতিমুক্ত ভাঙন রোধ ব্যবস্থা সম্ভব বলে মনে করেন ভূক্তভোগী সীমান্তপারের জনসাধারণ।

সীমান্তপারের মানুষের অভিযোগ মতে, প্রতিবছর ভাঙন রোধে কাজ হয় কিন্তু তা হরিলুট আর লুটপাটেরই চিত্র প্রকাশ পায়। বর্তমান সময়ে কোমরপুর রক্ষা বাঁধসহ তিনটি প্রকল্প বাস্তবায়নের জন্য ব্লক তৈরীর কাজেও চরম অনিয়ম পরিলক্ষিত হচ্ছে বলে কোমরপুরের একাধিক লোকজন জানিয়েছেন। ব্লক তৈরীতে অনিয়ম হওয়ার অন্যতম কারণ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়কদের যোগসাজশ এবং গাফিরতি বলে জানান তারা।

এবিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, রুপসী ম্যানগ্রোভ ও থানা এলাকার ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বাধ নির্মানের জন্য পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছেন। জেলা প্রশাসক এবিষয়ে জরুরী ব্যবস্থা গ্রহনের মন্ত্রনালয়ে পত্র পাঠিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ১/২ দিনের মধ্যে সরেজমিনে এসে দ্রুত ব্যবস্থা নেবেন।

ইউএনও আরো জানান, জরুরী ভিত্তিতে ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া ভাতশালা থেকে কোমরপুর পর্যন্ত স্থায়ী বাধ নির্মানে একনেকে পাশ হয়েছে বলে ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

পঞ্চগড়ে দুর্গা পূজা উপলক্ষ্যে প্রস্থুতিমুলক সভা

কালাইয়ে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আব্দুল বারী গণসংযোগ তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, স্টাফ-রিপোর্টারঃ জাতীয় সংসদ নির্বাচন’কে সামনে রেখে জয়পুরহাট-২ আসনের বিএনপি’র মনোনয় প্রত্যাশীরা নিজ নিজ এলাকায় সরব হয়ে উঠেছেন। এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে কুশল বিনিময় করছেন তাঁরা। এই নির্বাচনকে কেন্দ্র করে আগাম গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচারণায় নেমেছেন জয়পুরহাটের-২ আসনের বিএনপি’র মনোনয় প্রত্যাশী সাবেক সচিব মো. আব্দুল বারী। সোমবার দিনব্যাপী জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর, মোসলেমগঞ্জ, বিনইল, টাকাহুত, নুনূজ, দুধাইল, মান্দাইসহ প্রায় ১১টি গ্রাম ও হাট বাজারে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচারণায় করেন মো. আব্দুল বারী। তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর আদর্শে বিশ্বাসী, বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত, একান্ত আস্থাভাজন ও বিএনপি প্রতিষ্ঠার শুরুর সময়ের সদস্য, সাবেক গ্রাম সরকার প্রধান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবর রহমান হলের ছাত্র সংসদের নির্বাচিত সাবেক সহ-ক্রিয়া সম্পাদক, বিএনপি’র চেয়ারপারসন কার্যালয়ের পরিচালক এডমিন, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সাবেক মহাসচিব, ঢাকা জেলার সাবেক ডিসি, ঢাকা বিভাগীয় সাবেক কমিশনার, সাবেক সচিব আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর-৩৫ নং) আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী। জানা যায়, কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলি-শিবসমুদ্র শগনা গ্রাম থেকে মো. আব্দুল বারী কার ও শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে উপজেলার উদয়পুর, মোসলেমগঞ্জ, বিনইল, টাকাহুত, নুনূজ, দুধাইল, মান্দাইসহ প্রায় ১১টি গ্রাম ও বিভিন্ন হাট-বাজারে গণসংযোগে যান সাবেক সচিব মো. আব্দুল বারী। এইসময় তার সাথে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন কালাই উপজেলার বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীরা। ওই ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি। তার উপস্থিতিতে এলাকার উৎসুক জনতার ঢল নামে। দলীয় নেতাকর্মীদের মাঝেও প্রাণচাঞ্চল্য দেখা যায়। গনসংযোগ ও উঠান বৈঠককালে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা- ‘উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তিমূল তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান জয়পুরহাটের-২ আসনের বিএনপি’র মনোনয় প্রত্যাশী সাবেক সচিব মো. আব্দুল বারী। এ সময় অন্যান্যের মধ্যে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক সহকারী অধ্যপক মো. আব্দুল আলীম, বীর মুক্তিযোদ্ধা মো. মতিন সরকার, উদয়পুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কেন্দ্রীয় যুবদলের নেতা মেহেদী হাসান, কালাই উপজেলার কৃষক দলের সাবেক আহবায়ক জিএম বাবলু, উদয়পুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো. রুহুল আলিম, মো. মাহবুবুর রহমান ও উদয়পুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আব্দুল মমিনসহ হাজারো দলীয় নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।

কালাইয়ে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আব্দুল বারী গণসংযোগ

ডোমারে গোমনাতীতে ইঞ্জিঃ তুহিন ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সামাবেশ

পঞ্চগড়ের চাকলাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে চুরি, উদ্ধারের তৎপরতা নেই

বীরগঞ্জে আইবিডব্লিউএফ এর আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেবহাটায় আগুনে পোড়া পরিবারকে টিন প্রদান

দেবহাটায় আগুনে পোড়া পরিবারকে টিন প্রদান

পিলখানা সহ সব হত্যার বিচার করতে হবে- ডাঃ শফিকুর রহমান

সাইকেল দা নর্থ “উত্তরের পথে পথে” বাই সাইকেলে ঢাকার ৬ যুবক

মনপুরায় সামুদ্রিক সংরক্ষিত এলাকা ব্যবস্থাপনা পরিকল্পনা উন্নয়ন ও বাস্তবায়ন কর্মশালা অনুষ্ঠিত