দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটা উপজেলার উন্নয়ন, একতা ও সমৃদ্ধি এই শ্লোগানে ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পিকনিক পরবর্তী জরুরি মিটিং সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকালে সমিতির আহ্বায়ক খাইরুল ইসলাম জীবন এবং সদস্য সচিব তাহাজ্জাত হোসেন হিরুর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। মিটিংয়ে সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা, সম্প্রতি গঠিত কমিটির কার্যক্রম এবং দেবহাটার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে ভাতশালা ও কোমরপুর এলাকায় বাঁধ সংস্কার প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় যেটা ড. মোঃ কামরুজ্জামান, এন.ডি.সি ও অতিরিক্ত সচিবের সহায়তায় শুরু হয়েছে বলে সভায় অবগত করানো হয়।
ঞউক্ত এলাকায় স্থায়ী বাধ নির্মানে সম্প্রতি একনেকে পাশ হয়েছে বলে জানা গেছে। সমিতির সদস্যদের সক্রিয় অংশগ্রহণে মিটিংটি ফলপ্রসূ হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেবহাটা উপজেলার উন্নয়ন ও কল্যাণে সকলে এগিয়ে যাবে এই প্রত্যয়ে সভা শেষ হয়।