আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোমনাতী সন্ন্যাসীতলা মন্দিরে বিশ^ শান্তিকল্পে কলিযুগের জীবের জীবের মুক্তি কামনায় ৩২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৭এপ্রিল) ভোররাতে উপজেলার গোমনাতী ইউনিয়নের দক্ষিণ গোমনাতী সন্ন্যাসীতলা সার্বজনীন হরি মন্দিরে ভগবতগীতা পাঠ, শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়।
৩য় দিনে রোববার বিকাল থেকে শুরু করে রাত পর্যন্তÍ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো ভক্তের ঢল নামে। মন্দির প্রাঙ্গণ যেনো সানাতনধর্মালম্বী সম্প্রদায়ের মিলন মেলায় পরিনত হয়। আগত ভক্তদের সাথে কুশল বিনিময় করে। তাদের মধ্যে নারী ভক্তদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
ঔদিন সন্ধ্যায় পরিচালনা কমিটির সভাপতি খগেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ নেওয়াজ সুইট, যজ্ঞানুষ্ঠানের পরিচালক দূলর্ভ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র রায়, গুরুচরণ, মহেশ চন্দ্র, কর্ণধর রায়, গোপাল চন্দ্র, বাধঁন চন্দ্র রায় সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের সুনামধণ্য ৬টি পুরুষ এবং মহিলা দল নামসুধা পরিবেশন করে।
কমিটির সাধারণ সম্পাদক রায় জানান, ঐতিহ্যবাহী সন্ন্যাসীতলা হরি মন্দিরে বিগত ১০বছর যাবত যজ্ঞানুষ্ঠান,হরিসভা,কির্তন,নামসুধা, দূর্গোৎস সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে আসছি। আগামীতে সরকারী বে-সরকারী,জনপ্রতিনিধি অথবা ভক্তদের সহযোগিতা পেলে এর চেয়েও বড় ধরণের ধর্মীয় অনুষ্ঠান করতে পারবে বলে আশা করেন তিনি।