Tuesday , 29 April 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এনজিও
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জীবনযাত্রা
  11. ঢাকা
  12. দিবস উদযাপন
  13. নির্বাচন
  14. বরিশাল
  15. বিনোদন

মনপুরা  বেড়িবাঁধ নির্মাণের অনিয়ম নিয়ে বিবৃতি ও উদ্বেগ প্রকাশ মানবাধিকার সংস্থা

প্রতিবেদক
Admin
April 29, 2025 8:03 am
মনপুরা  বেড়িবাঁধ নির্মাণের অনিয়ম নিয়ে বিবৃতি ও উদ্বেগ প্রকাশ মানবাধিকার সংস্থা

মনপুরা প্রতিনিধি: দীপ জেলা ভোলার মনপুরায় বেড়িবাঁধ রক্ষা প্রকল্পের অনিয়ম নিয়ে সোশ্যাল মিডিয়া ও পত্র পত্রিকায় ব্যাপক অভিযোগ উত্থাপিত হয়।তাই ২৭ এপ্রিল ২৫ রোজ রবিবার বেড়িবাঁধ পরিদর্শনে করেন মানবাধিকার সংস্থা, মেঘনার নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্য মনপুরা টেকসই বাঁধ নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল-মত নির্বিশেষে মনপুরার সর্বসাধারণের গণ দাবি টেকসই মনপুরা রক্ষা বাঁধ নির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নিশ্চিত করা।
বেড়িবাঁধ প্রকল্পের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস মনপুরা প্রতিনিধিগন সরেজমিন পরিদর্শন করেন এবং উত্থাপিত অভিযোগ নিয়ে সরেজমিন পরিদর্শন কালে দেখা যায়, প্রকল্পের জন্য নির্ধারিত বরাদ্ধ ব্যয় সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে না এবং প্রকল্পের নির্ধারিত ঠিকাদারগন সাব- ঠিকাদারের মাধ্যেমে কাজ বাস্তবায়ন করান। বাঁধ নির্মাণে বালুর পরিবর্তে স্থানীয় চর থেকে মাটি ও কাদা যুক্ত নিম্নমানের বালি,ও ময়লা যুক্ত পাথর ব্যবহার বাস্তব দৃষ্টান্ত দেখা যায়।
এছাড়া মাঠ পর্যায়ে পানি উন্নয়ন বোর্ডের অফিস কর্তৃপক্ষ যথাযথ মনিটরিং করছে না। উল্ল্যখ প্রকল্পের জন্য নির্ধারিত বরাদ্ধের (ইস্টিমিট) তথ্য সংশ্লিষ্ট মনপুরা অফিস প্রদান করতে পরিদর্শনকৃত প্রতিনিধিদের অসম্মতি জানান। প্রকল্প বাস্তবায়নে কৃষকের কৃষি জমি বা ভিটামাটি অধিগ্রহন না করে জমি থেকে উচ্ছেদ করা হয়। ফলে ভূমির প্রকৃত মালিকেরা ন্যায্য ক্ষতিপূরণ পান নাই।
শুরু থেকে এ কাজ ৬ টি ঠিকাদারি প্রতিষ্ঠান  টি.বি.এল, জি.সি.এল,এল.এ.কে.এস.এস.এ,পি.ডি.এল,এন.বি.ই, এবং ওয়েস্টান সহ ঠিকাদারী প্রতিষ্ঠান শুরু করে এই কাজ শুরু করে শেষ করার কথা  ২০২৬ সালে। এরপর স্থানীয় বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানকে সাব ঠিকাদার নিয়োগ করে এই  ৬ টি ঠিকাদারি প্রতিষ্ঠান । তারপরই শুরু হয় নানা অনিয়ম,দূর্নীতি ওঠে বিস্তর অভিযোগ।

মনপুরা  বেড়িবাঁধ নির্মাণের অনিয়ম নিয়ে বিবৃতি ও উদ্বেগ প্রকাশ মানবাধিকার সংস্থা

উল্লেখিত বিষয় গুলো চরম মানবাধিকার লঙ্ঘন, বিষয়টি নিয়ে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস মনপুরার প্রতিনিধিগণ গভীরভাবে উদ্বেগ ও হতাশা প্রকাশ করেন। একই সাথে উল্লেখিত বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষ নজরে এনে, মনপুরা রক্ষা বেড়িবাঁধ প্রকল্পের কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উক্ত প্রকল্পটি সমাপ্ত করার জন্য আহ্বান করছে। সর্বসম্মতিক্রমে বিবৃতিটি প্রকাশ করা হলো। দৃষ্টি আকর্ষণ:- মহা-পরিচালক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ওয়াপদা। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন মনপুরা শাখার প্রতিনিধিগন সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ সহ প্রেরণ করেন:- ১. সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালায়, ঢাকা ২. জেলা প্রশাসক, ভোলা।৩. নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, ভোলা। ৪. উপজেলা নির্বাহী অফিসার, মনপুরা।৫. অফিসার ইনচার্জ, মনপুরা থানা, মনপুরা, ভোলা।৬. কেন্দ্রীয় চেয়ারম্যান, ওয়ার্ল্ড হিউম্যান রাইট অঙ্গনাইজেশন।৭.সভাপতি/সম্পাদক, প্রেসক্লাব/রিপোটার্স ক্লাব, মনপুরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ও সরেজমিন পরিদর্শনে মানবাধিকার কর্মীগন মনে করেন পানি উন্নয়ন বোর্ডের তদারকির অভাবে এমন অনিয়ম হচ্ছে বলে মনে করেন ,তাই তাদের নজর দারী বাড়িয়ে দুর্নীতি মুক্ত কাজ করার আহ্বান জানান তারা।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত

কালাইয়ে স্বোচ্ছাশ্রমে রাস্ত নির্মাণ

বোদায় গ্রাম ও মহল্লায় উপজেলা বিএনপির পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

ছাতকে মফস্বল সাংবাদিকদের ইফতার মাহফিল ও অফিস উদ্বোধন

মিরপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ,  নিহত-০২, আহত অন্তত: ০৩

সাপাহারের পাতাড়ী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল

ডোমারে বোড়াগাড়ী ইউনিয়ন কৃষকদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছায় বিএনপির উদ্যোগে ফ্রী চক্ষু মেডিকেল ক্যাম্প

৮ বছর পর চিংড়ি ঘেরের দখল ফিরে পেল পাইকগাছার দেলুটির স্থানীয় ঘের মালিকরা

দেবহাটার খলিশাখালীতে ভুমিহীনদের উপরে হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

আ’লীগের সক্রিয় নেতার অনুষ্ঠানে প্রধান অতিথি কালাই বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির