Wednesday , 30 April 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এনজিও
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জীবনযাত্রা
  11. ঢাকা
  12. দিবস উদযাপন
  13. নির্বাচন
  14. বরিশাল
  15. বিনোদন

মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা শেষ পর্যায়ে প্রণোদনার চাল পাননি !কষ্টে জীবন যাপন জেলেদের

প্রতিবেদক
Admin
April 30, 2025 7:47 am
মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা শেষ পর্যায়ে প্রণোদনার চাল পাননি !কষ্টে জীবন যাপন জেলেদের

মো কামরুল হোসেন সুমন, ভোলাঃ

ভোলা জেলার মেঘনা-তেতুলিয়া নদীতে দুই মাস মাছ ধরার নিষেধাজ্ঞা জারী করে সরকার। সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামী ৩০ এপ্রিল। কিন্তু নিষেধাজ্ঞার শেষ পর্যায়েও জেলেদের ভাগ্যে জুটেনি জেলে পুর্নবাসনের সরকারী বরাদ্ধ কৃত চাউল। তবে কবে নাগাদ চাল পাবেন সে ব্যাপারে খোদ মৎস্য বিভাগও কিছু বলতে পারছে না ।এতে ধার-দেনা করে কোন মতে সংসার চালিয়ে শেষ সময়ে হাহাকারে পড়েছে জেলে পরিবার গুলো ।

জানা গেছে, ইলিশের অভয়াশ্রম হিসেবে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য অধিদপ্তর। প্রতিবছর মেঘনা- তেঁতুলিয়া সব ধরনের মাছ শিকারে ৬০ দিনের (১লা মার্চ- ৩০ এপ্রিল পর্যন্ত) নিষেধাজ্ঞা জারি করে সরকার। মনপুরা উপজেলায় সরকারিভাবে নিবন্ধিত জেলে রয়েছেন ১৪ হাজার ৩ শত ৪৭ জন।

গত ১লা মার্চ- ৩০ এপ্রিল ৬০ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় দুর্দিন যাচ্ছিল মনপুরার মেঘনা নদীতে মাছ শিকারের জেলেরা । এই দীর্ঘ সময় ধরে ধার-দেনা করে সংসার চালানো ছিল তাদের কাছে বড় কষ্টের বিষয়। এ সময় জেলেদের জন্য সহায়তা হিসেবে জনপ্রতি ৮০ কেজি করে চাল বরাদ্দ ছিল। প্রথম কিস্তিতে ৪০ কেজি চাল দেওয়া হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা শেষ সময়ে এখনো দ্বিতীয় কিস্তির ৪০ কেজি চাল পাননি তারা। কবে নাগাদ পাবেন সে বিষয়েও কোনো ধারণা নেই জেলেদের।

এদিকে নিষেধাজ্ঞার সময় মাছ ধরা থেকে বিরত রাখতে ২৩ ফেব্রুয়ারী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ভোলার মনপুরায় বিচ্ছিন্ন ঢালচর জেলে সমিতি ও ২৪ ফেব্রুয়ারী উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে দক্ষিণ চরগোয়ালিয়া আর্দশ মৎস্যজীবি গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় সভা করে আশ্বাস দেন জেলেরা নিষেধাজ্ঞা মেনে নদীতে মাছ ধরলে, সরকারী পুর্নবাসনের চাউল সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে। এছাড়াও জেলেদের দাবীর প্রেক্ষিতে পুর্নবাসনের চাউল প্রাপ্তি জেলের সংখ্যা বাড়ানো চেষ্ঠা করা হবে বলে উপদেষ্টা আশ্বস্ত করেন। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার আশ্বাসের পরও নিষেধাজ্ঞার শেষ সময়ও পুর্নবাসনের চাউল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছে জেলেরা।

জেলে মো রাকিব বলেন, কিছু দিন পর পর সরকার নিষেধাজ্ঞা দেয়, আমরা সেই নিষেধাজ্ঞা মানি। কিন্তু সরকার যে চাল আমাদেরকে দেয় এই ৬০ দিনের নিষেধাজ্ঞার চাল ১ বারে ৪০ কেজি পাইছি, এখনো ১ বারের চাউল পাইনি ।

জেলে রিয়াজ মাঝি , নোমান মাঝি , বাচ্চু মাঝি , আজগর মাঝি, সহ অনেকে জানান, উপদেষ্টার আশ্বাসের পরও মনপুরার বেশিরভাগ জেলে ১ম কিস্তির চাউল পায়নি। নিষেধাজ্ঞার সময় শেষ হতে আর একদিন বাকি এখনও দ্বিতীয় কিস্তির চাউল পায়নি কোন জেলে। ধার-দেনা করে সংসার চালাচ্ছি। জেলেদের কথা মনে রাখেনি উপদেষ্টা। তাই জেলেদের চাউল বরাদ্ধের কথা ভুলে গেছেন। এভাবে জেলেদের সাথে করলে আগামীতে সরকারী নিষেধাজ্ঞা মানতে পারব না বলে জানান জেলেরা।

মনপুরার জেলে নেতারা অভিযোগ করেন বলেন, মৎস্য উপদেষ্টা জেলেদের বরাদ্ধের সংখ্যা বাড়ানোর চেষ্ঠা করবেন বলে আশ্বস্ত করেছিলেন কিন্তু ওল্টো আগের চেয়ে বরাদ্ধের সংখ্যা কমে গেছে। আগামীতে নিষেধাজ্ঞার সময় জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখা সম্ভব হবে না বলে জানান জেলে নেতারা।নিবন্ধিত জেলের বাহিরো অনেক জেলে রয়েছে এই উপজেলা ।

এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, ২য় কিস্তি জেলে পুর্নবাসনের চাউল বরাদ্ধ না পাওয়ায় জেলেদের দেওয়া সম্ভব হয়নি। ১ম কিস্তির চাউল অধিকাংশ জেলেরা পায়নি এমন প্রশ্নে তিনি জানান বরাদ্ধ যা দেওয়া হয়েছে তা আনুপাতিকহারে উপজেলার ৫টি ইউনিয়নে জেলেদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মনপুরা উপজেলার ৫টি ইউনিয়নে নিবন্ধিত জেলের সংখ্যা ১৪ হাজার ৩ শত ৪৭ জন। এর বিপরীতে সরকার ১ম কিস্তিতে ৬ হাজার ৬ শত জেলের জন্য ৪০ কেজি করে চাউল বরাদ্ধ দেয়। এতে জেলেদের বিরাট অংশ ১ম কিস্তির পুর্নবাসনের চাউল পায়নি। এদিকে ২য় কিস্তির চাউল বরাদ্ধ না পাওয়ায় জেলেদের মধ্যে বিতরন করা সম্ভব হয়নি।বরাদ্দকৃত চাউল না আসায় উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। চাউল আসলে দ্রুত সময়ের মধ্যে বিতরন করা হবে বলে জানান মৎস্য কর্মকর্তা।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
দেবহাটায় আটককৃত ৫ ইউপি সদস্য

দেবহাটায় ৫ ইউপি সদস্যসহ ১ ছাত্রলীগ নেতা আটক

ডোমারে বাবাকে হত্যার দায়ে ছেলে সিদ্দিককে গাজীপুর থেকে গ্রেফতার

মনপুরায় সামুদ্রিক সংরক্ষিত এলাকা ব্যবস্থাপনা পরিকল্পনা উন্নয়ন ও বাস্তবায়ন কর্মশালা অনুষ্ঠিত

শহীদ করুণাময়ী সরদারের ৩৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

ডোমারে বোড়াগাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল

আ’লীগের সক্রিয় নেতার অনুষ্ঠানে প্রধান অতিথি কালাই বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির

কথা বলার অধিকার ছিনিয়ে নিয়েছিলো স্বৈরাচার ও খুনি শেখ হাসিনা…..ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা

বীরগঞ্জে কবরস্থান ও শ্মশ্বানের জমি বন্দোবস্ত দেয়ায় জনমনে চরম ক্ষোভ!

ডোমারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নীলফামারীতে ফিরোজ সাঁই এর ৩০ তম মৃত্যু বাষির্কী উপলক্ষে এ্যাওয়ার্ড প্রদান