আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১মে) সকাল ৮টায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। সকাল ১০টায় ডোমার বাসস্ট্যান্ড হতে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ডোমার শহর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এতে অতিথি হিসাবে উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, সহ-সভাপতি তমিজ উদ্দিন সরকার, মেরাজুল হক, শ্রমিক নেতা আশিকুর রহমান আশিক, উপজেলা শ্রমিকদলের আহবায়ক হাফিজুল ইসলাম হাফিজ, সদস্য সচিব লোকমান হোসেন লাভলুসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে ডোমার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা এ্যাড. আল ফারুক আব্দুল লতিফ, রবিউল আলম, আব্দুল হাকিম, হাফেজ আব্দুল হক, মোসলেহুউদ্দিন শাহ কোরাইশী।
আলোচনা শেষে আন্দোলনে সকল শহীদদের রুহের আতœার মাগয়েরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুল খালেক।