আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারী জেলার ডোমার উপজেলার ৩নং গোমনাতী ইউনিয়নে মোঃ আবুল হোসেন চৌধুরী নামে ৭৫ বছর বয়সি এক বৃদ্ধ গত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে, সন্ধান চায় আবুল হেসেনের পরিবার।
পরিবার সুত্রে যানাজায়, উক্ত ইউনিয়নের উত্তর গোমনাতী মাস্টার পাড়া ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত-মনির উদ্দিনের ছেলে আবুল হোসেন চৌধুরী নামে পরিচিত। গত ২৩/০৪/২০২৫ইং তারিখ শনিবার বিকালে নিজ বাড়ী হইতে গোমনাতী বাজারের উদ্দেশ্যে রওয়া হয়। সেই থেকে আর তিনি বাড়ী ফিরেননি।
পরিবারের লোকজন আত্নীয় স্বজনের বাসায় অনেক খোঁজাখুজির পরের বিগত ৮দিন যাবত তার সন্ধান না পাওয়ায় ভীষন ভাবে চিন্তিত তারা। তবে লোক মুখে শুনতে পায় ঐদিন তিনি নাকি চিলাহাটি রেল স্টেশনে কিছু সময় ছিলেন।
কোন স্ব-হৃদয় বান ব্যক্তি লোকটিকে কোথাও দেখতে পেলে বা সন্ধান জানাতে তার ছেলে সুমন ইসলাম- ০১৭৯৫-৫১০-১৫৪ অথবা বৃদ্ধের কণ্যা আমিনা বেগম-০১৩২০-৯০৩-৬৫৭ এর মোবাইল নম্বরে সংবাদ জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।