পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে জুলাই সহ সকল গণহত্যার বিচার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং ফ্যাসিস্ট আমলে ছাত্র শিবির সহ সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় জেলা শাখা এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। বুধবার বিকেলে কলেজ মোড় থেকে বিক্ষোভ শুরু হয়। শহরের প্রধান শহর প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে জেলা উপজেলা জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও অন্যান্য অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এসময় বোদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির জাহিদুর রহমান, ইসলামী ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি রাশেদ ইসলাম, সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক তোফায়েল প্রধান, সাবেক জেলা সভাপতি জয়নাল আবেদিন, জেলা সেক্রেটারী লুকমান আলী প্রমুখ বক্তব্য রাখেন । বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি জুলফিকার রহমান। এ সময় বক্তারা বলেন, এটিএম আজহারুল ইসলাম একজন নিরপরাধ রাজনীতিবিদ, তাঁকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে। এখনো আজহারুল ইসলামকে মুক্তি দেয়া হচ্ছে না। বৃহস্পতিবারের মধ্যে তাকে মুক্তি দেয়ার দাবি জানান তারা। অন্যথায় তার মুক্তি না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।