আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও ডোমার ডিমলার সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে কৃষকদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ডোমার উপজেলার বোড়াগাড়ী ও মটুকপুর ইউনিয়ন কৃষকদল আয়োজিত মঙ্গলবার (৬ই মে) সন্ধ্যায় বোড়াগাড়ী বাজার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে এলাকার সড়ক প্রদক্ষিণ করে, এ সময় প্রিয় নেতার মুক্তির দাবিতে শ্লোগানে শ্লোগানে উত্তাল হয় পুরো এলাকা।
পরে বাজারের চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশে গোমনাতী ইউনিয়র কৃষকদলের সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি নুর আলম সরকার জুয়েল।
এসময় অতিথি হিসাবে উপজেলা কৃষক দলের সভাপতি আফজাল হোসেন হিরো, সাধারণ সম্পাদক এএসএম গোলাপ হোসেন, বোড়াগাড়ী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মাহামুদ পারভেজ সবুজ বসুনিয়া, মটুকপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইমরুল কায়েস প্রমূখ বক্তব্য রাখেন।
সমাবেশে সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, মটুকপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজু ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হেসেন, বোড়াগাড়ী ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি তানজিমুল হক রুবেল সহ সকল ওয়ার্ডের কৃষকদলের নেতাকর্মীগণ সমাবেশে অংশগ্রহন করেন।
তুহিন ভাইয়ের সকল মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।