আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজমুল আলমের বদলি জনিত বিদায় সংবর্ধনা এবং নবাগত কর্মকর্তা হিসাবে যোগদান করলেন শায়লা সাঈদ তন্বী।
বুধবার (৭ই মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয় বিদায় অনুষ্ঠান। উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, ডোমার ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ সামসুদ্দিন হোসাইনী, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান, দিনাজপুর আঞ্চলিক স্কাউটের সহ-সভাপতি কোহিনূর ইসলাম, উপজেলা স্কউটের কমিশনার নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী, ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহির মোহাম্মদ মিলন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বিদায়ী অতিথিকে সম্মাননা স্বারক প্রদান করেন।
পরে উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ও প্রভাত কর্মকারের পরিচালনায় বাংলাদেশ স্কাউটের পক্ষথেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় নবাগত নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীকে স্বাগত জানিয়ে দায়িত্বভার হস্থান্তর করেন।
বিদায় কালে ডোমার বাসীর অশ্রæসিক্ত নয়ন জলে সকলের সাথে কুশল বিনিময় করেন সদ্য বিদায়ী ইউএনও নাজমুল আলম মহোদয়।