আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-গঠিত এডহক কমিটির আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। দুপুরে বিদ্যালয় হলরুমে নব-নির্বাচিত কমিটির সভাপতি শাহীন আরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিনুর রহমান, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মারুফ সুজন, ইউপি সদস্য রমেশ চন্দ্র রায় শিক্ষক প্রতিনিধি রতন আলী, সহকারী প্রধান শিক্ষক রোকেয়া খাতুন প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে অতিথিগণ বিদ্যালয়ের হলরুম, নব-নির্মিত ভবন পরিদর্শন শেষে শিক্ষার্থীদের সাথে পরিচিত হয় এবং মতবিনিময় করেন। নব-নির্বাচিত কমিটির সভাপতি শাহীন আরা পারভীন বলেন শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের নিরলস ভাবে কাজ করতে হবে।
বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে যথেষ্টে ভুমিকা রাখবেন তিনি, এর জন্য সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। কর্তৃপক্ষের সহায়তা পেলে বিদ্যালয়টি উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে আশা করেন নব-নির্বাচিত কমিটির সভাপতি শাহীন আরা পারভীন ।