মর্তুজা ইসলাম, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় কৈমারী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলার কৈমারী কিন্ডারগার্টেন স্কুল চত্বরে সহকারী অধ্যাপক মমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে আমন্ত্রিত অতিথি ছিলেন সাবেক পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও শিক্ষানুরাগী ফাতিমা আখতার। এসময় উপস্থিত ছিলেন কৈমারী কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আনোয়ার হোসেন রঞ্জু, সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থী প্রমুখ। এসময় ফাতিমা আখতার পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের বেশি বেশি কো-কারিকুলাম অ্যাকটিভিটিস অংশগ্রহণের আহবান জানান।
পরে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। শেষে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কৈমারী কিন্ডারগার্টেন স্কুলের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।