আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে মাসিক সমন্বয় সভা ও উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের সাথে নবাগত নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তন্বী।
উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ, সুদীপ চন্দ্র শর্মা, নজরুল ইসলাম, স্বপন রাম কৃষ্ণ রায় প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নবাগত নির্বাহী কর্মকর্তার শায়লা সাঈদ তন্বীকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় প্রাথমিক পরিবারের শিক্ষকগণ।
পরে জাতীয় শিক্ষা সপ্তাহের ২০২৫ উপলক্ষে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্গণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুর¯স্কার বিতরণ করা হয়। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অবিভাবক ও শিক্ষার্থীদের দেশ ও জাতীর কল্যানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান বক্তারা।