আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
দীর্ঘ ১৮বছর পর দেশে ফিরে নিজ এলাকায় পদার্পনের পাশাপাশি স্বদেশ প্রত্যাবর্তন ও কারামুক্তি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ডোমার-ডিমলা (০১) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের গণসংবর্ধনা ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ই মে) বিকেল সাড়ে ৪ টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার নেতাকর্মীদের জনসমাগমের মধ্যে দিয়ে এই গণসংবর্ধনা ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিন দুপুর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতাকর্মী তাদের প্রিয় নেতাকে এক নজর দেখতে ধানের শীষ, ব্যানার, ফেস্টুর হাতে নিয়ে আনন্দ উল্ল্যাসে মেতে উঠে, শ্লোগানে শ্লোগানে মুখোরিত করে পুরো এলাকা।
জনসমাবেশকে ঘিরে মাঠের পুরো এলাকা জুড়ে দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, পুরো মাঠটি জনসমাগমে কানায় কানায় পরিপূর্ণ হয়ে জনসমুদ্রে পরিনত হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বীন আমিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপি’র সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, উপজেলা বিএপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও জেলার ছাত্র বিষয়ক সম্পাদক রায়হানুল হক প্রধান ইউসুফসহ সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ফ্যাসিস্ট আ’লীগ সরকারের বৈষম্যমূলক আচরণের মাধ্যমে ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমরা সুস্ট ও নিরপেক্ষ নির্বাচন আশা করছি। এই এলাকার তথ্যপ্রযুক্তি এক্সপার্টদের নিয়ে কাজ করবো। শীঘ্রই ডোমারে একটি টেকনিক্যাল কলেজ নির্মাণ করতে চাই, মানবসম্পদ উন্নয়ন করতে চাই।
আমাদের অন্যতম প্রধান লক্ষ্য- ডোমার এবং ডিমলা উপজেলাকে নিরক্ষর মুক্ত করা। প্রত্যেক পরিবার থেকে অন্তত একজন যেন স্নাতক ডিগ্রি অর্জন করতে পারে, আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করবো। বে-আইনি কাজ করা যাবেনা, মাদকমুক্ত এলাকা গড়তে হবে। এই এলাকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সবাই আমরা ভাই-ভাই এক সাথে কাজ করে দেশকে এগিয়ে নিতে চান তিনি।