টি আই টি লায়নর, স্টাফ-রিপোর্টারঃ জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন হলো দেশের প্রাচীনতম, বহুল প্রচারিত ও ইতিহাস-ঐতিহ্যের ধারক-বাহক “দৈনিক ইত্তেফাক”-এর ৭২ বছর প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে দৈনিক ইত্তেফাক এখন ৭২ বছরে পদার্পণ করেছে।
এই উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক ইত্তেফাক-এর আয়োজনে কালাই উপজেলায় তালুকদার “ল” চেম্বারে কেক কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনাসভায় দৈনিক ইত্তেফাক-এর কালাই উপজেলার সংবাদদাতা ও “প্রেসক্লাব” কালাই-এর সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর-এর সঞ্চালনায় “প্রেসক্লাব” কালাই-এর সভাপতি দৈনিক আজকের পত্রিকা জেলা প্রতিনিধি মো আতাউর রহমান এর সভাপতিত্বে বক্তব্য দেন কালাই প্রেসক্লাব-এর সভাপতি ও দৈনিক যুগান্তর-এর কালাই উপজেলা প্রতিনিধি এটিএম সেলিম সারোয়ার শিপন, কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সাতকাহন পত্রিকার সাব-এডিটর অ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার ডলার, কালাই প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা প্রতিদিন-এর জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধি কাজী তানভিরুল ইসলাম রিগান, কালাই প্রেসক্লাব সিনিয়র যুগ্ম-সম্পাদনা ও দৈনিক আমাদের সময়-এর উপজেলা প্রতিনিধি আবদুন নুর নাহিদ, “প্রেসক্লাব” কালাই-এর সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার সংবাদ এর উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রনি প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান নযন, দৈনিক প্রতিদিনের সংবাদ এর উপজেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক প্রিন্স, দৈনিক বানিজ্য প্রতিদিন এর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম আকন্দ, দৈনিক প্রতিদিনের সংবাদ এর উপজেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক প্রিন্স, দৈনিক রূপালি বাংলাদেশ এর উপজেলা প্রতিনিধি পাভেল, দৈনিক প্রতিদিনের কাগজ এর উপজেলা প্রতিনিধি আব্দুল হাই, দৈনিক লিখনির জেলা প্রতিনিধি মো. ফজলুর রহমান সুইট, দৈনিক চেতনায় বাংলাদেশ এর জেলা প্রতিনিধি মেহেদুল ইসলামসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গা।
এসময় বক্তারা বলেন, একমাত্র দৈনিক ইত্তেফাক মহান মুক্তিযুদ্ধ নিরন্তর প্রেরণার উৎস ছিল। গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ দৈনিক ইত্তেফাকের প্রতিতষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া সৎ সাংবাদিকতার মাধ্যমে দেশের সাংবাদিকতাকে একটানে বদলে দিয়েছিলেন। মানুষের প্রত্যাশা, বেদনাকে জোরালোভাবে তুলে ধরার এক আশ্চর্য ক্ষমতা ছিল মানিক মিয়ার।
তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের পরে নতুন বাস্তবতায় দৈনিক ইত্তেফাক নতুন আঙ্গিকে প্রকাশিত হচ্ছে। বাংলাদেশে স্বাধীনতা পর থেকে এখনোও দৈনিক ইত্তেফাক জনগণের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করছেন। বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে মাথা উচু করে বর্তমান দৈনিক ইত্তেফাক ৭২তম বছরে। দৈনিক ইত্তেফাক মানুষের সুখ-দুঃখের ভাগীদার হয়েছে এগিয়ে যাচ্ছে। বর্তমান দৈনিক ইত্তেফাক উন্নত রাষ্ট্র গড়ার নতুন সংগ্রামে নেমেছে বলে তারা এইসব কথা বলেন।