আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বোড়াগাড়ী ইউনিয়র শাখা আায়োজিত দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নিমোজখানা হাইস্কুল মাঠে জাতীয় ও দলীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রতনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়া হোসেনের সঞ্চালনায় প্রধান বক্ত হিসাবে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু সুফিয়ার রুমেল, বিশেষ বক্তা সাধারণ সম্পাদক মোর্শেদ আযম, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ বক্তব্য প্রদান করেন।
সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ, ইউনিয়ন বিএনপির সভাপতি বায়োজিত হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক ওমর ফারুক, উপজেলা মহিলা দলের সভাপতি ইসমতআরা লাকী, সাধারণ সম্পাদক শাহানারা বিথি, ধর্মীয় বিষয়ক সম্পাদক অনিতা রানী রায়, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অনন্ত কর্মকার প্রমূখ বক্তব্য রাখেন।
আগামী সংসদ নির্বাচনে ডোমার ডিমলার মাটি ও মানুষের নেতা ইঞ্জিঃ শারিন ইসলাম চৌধুরীকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।
আলোচনা শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।