সাতক্ষীরার দেবহাটার ঘলঘলিয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামীর অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ০৩ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার দেবহাটা সদর ইউনিয়নের ঘলঘলিয়া ৪নং ওয়ার্ড শাখার অফিস উদ্বোধন উপলক্ষে ঘলঘলিয়া ফুটবল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াত ইসলামী দেবহাটা সদর ইউনিয়নের ০৪নং ওয়ার্ড শাখার সভাপতি আলহাজ্ব মো: আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও সাবেক জেলা আমীর হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহাবুবুল আলম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আসাদুজ্জামান মুকুল, জেলা শূরা সদস্য ও দেবহাটা উপজেলা আমীর মাওলানা ওলিউল ইসলাম, দেবহাটা উপজেলা সেক্রেটারি হাফেজ এমদাদুল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হুসাইন, উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব সভাপতি মাওঃ আনারুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শূরা সদস্য ও সখিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ ইয়াকুব সরদার, উপজেলা শূরা সদস্য ও দেবহাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আবুল হোসেন, দেবহাটা ইউনিয়ন সহ-সভাপতি ডা: রবিউল ইসলাম, দেবহাটা রিপোটার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, জামায়াত ইসলামীর বিভিন্ন ইউনিয়নের নের্তৃবৃন্দ। এসময় ইসলামী সংগীত পরিবেশন করেন উদ্দীপন শিল্পী গোষ্ঠীর শিল্পী হাসানুল বান্না।