আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারী ডোমারে প্রথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টর্নামেন্টের ফাইনাল খেলা উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সমপনি দিবসে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম।
এতে সভপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। এ সময় সহকারী শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান, নজরুল ইসলাম, সাবেক ফুটবলার ওমর ফারুক, ছাত্র প্রতিনিধি শরিফ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শিক্ষক মাইদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, তুর্য বসুনিয়া, মানিক চৌধুরী, ফারহা জেবীন লাবনী, স্মুস্মিতা কুন্ডু, তানভীর ইসলাম সিদ্দিকী তন্ময়, আঞ্জুমান আরা রহমান ইতি সহ অনেকে উপস্থিত ছিলেন।
গত ২ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরু হয় এতে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২টি বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেয়। ফাইনাল ম্যাচে বালক দল শহীদ সৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা দল ভোগডাবুড়ী প্রামানিক পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেন। আলোচনা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়া ও রানার্স আপ ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।