আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারী ডোমারে উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের অবসর জনীত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রথমিক শিক্ষা পরিবার আয়োজিত সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম।
এনামুল হক চৌধুরী মানিকের সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা ইউআরসি’র ইন্সটেক্টর অর্চনা রানী মন্ডল, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ, রাকিবুল হাসান, রফিকুল ইসলাম, স্বপন রামকৃষ্ণ রায়, সুদীপ চন্দ্র শর্মা, শিক্ষক নাজিরা আখতার ফেদৌসী, শরিফুল ইসলাম মানিক, তুর্য বসুনিয়া, আমিনুল হক বাবু প্রমূখ বক্তব্য রাখেন।
নজরুল ইসলাম বিগত ২০২৩ সালের আগষ্ট মাসে ডোমার উপজেলায় শিক্ষা কর্মকর্তা হিসাবে যোগদান করেন। সফলতার সাথে চকুরী করে শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করতে ব্যপক ভুমিকা রাখেন তিনি। আজ দীর্ঘদিন চাকুরী জীবনের ইতিটেনে অবসর জনীত বিদায় সংবর্ধনা কালে অনেক শিক্ষকের শুভেচ্ছা ও ভালবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী কর্মকর্তা রফিকুল ইসলাম।