পঞ্চগড় প্রতিনিধিঃ
গুম খুন হত্যার দায়ে ফ্যাসিস্ট আ,লীগকে নিষিদ্ধ করতে হবে। শনিবার বিকালে পঞ্চগড় শহরের চৌরঙ্গীমোড় এলাকায় গণমিছিল শেষে, সমাবেশে ছাত্রশিবিরের নেতারা বলেন।
এর আগে ফ্যাসিস্ট সরকারের গুম, খুন,দূর্নীতি ও রাষ্ট্রবিরোধী সকল কর্মকান্ড এবং জুলাই গণহত্যার সাথে জরিতদের বিচার দাবীতে, কলেজ মোড় থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌরঙ্গিমোড় যায়।সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তব্য দেন,পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার আলী,সাধারন সম্পাদক মো: রাশেদ,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি সোহেল রানা।
বক্তারা বলেন,জাতীয় নির্বাচনের আগে গুম খুন ও গত্যার বিচার নিশ্চিত করতে হবে।ফ্যাসিস্ট আওয়ামীলীগ যে পরিমান অর্থ পাচার করেছে তা জাতীয় বাজেটের তিনগুন প্রায়।একটি কুচক্রী মহল এই দেশে আওয়ামী লীগকে পূর্ণ বাসনের চেষ্টা করছে।আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এদেশের মানুষ মেনে নেবে না।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পঞ্চগড় জেলা শাখার আয়োজনে গণমিছিলে শিবিরের নেতাকর্মীরা অংশ নেয়।