আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে যাত্রী সেবার মান উন্নয়নে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হলো শালকী ক্ল্যাাসিক পরিবহন কোচ সার্ভিস। গাড়ীটি ডোমার থেকে ঢাকার অভিমুখে রাত্রী ও দিনে নিয়োমিত চলাচল করবে।
ডোমার কোচ কাউন্টার সমিতির পরিচালনায় শুক্রবার (২১ফেব্রæয়ারি) বিকালে রেয়াছদ আলী মার্কেটে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে শালকী ক্ল্যাসিকের শুভ উদ্বোধন ঘোষনা করেন বিশিষ্ট সমাজ সেবক সাবেক পৌর মেয়র আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু।
পরে এক আলোচনা সভায় ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাহামুদ উজ্জল এর সভাপতিত্বে অতিথি হিসাবে নীলফামারী জেলা মটর মালিক গ্রæপের সভাপতি আরেফ রাব্বানি মানিক, সাধারণ সম্পাদক আবুল হাসনাত রাশেদ, জেলা মটর শ্রমিক ইউনিয়ন ডোমার শাখার সাধারন সম্পাদক সেলিম রেজা প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজ্ফার আলীসহ এলাকার শুধীজন উপস্থিত ছিলেন।