আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র উদ্যোগে নেট্জ বাংলাদেশে এর সহযোগিতায় পথ নাটক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) সকাল ১১টায় বড় রাউতা উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল থিয়েটার দলের শিক্ষার্থীদের অংশগ্রহনে এই পথ নাটক প্রদর্শন করা হয়।
প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটর অনিতা রানী’র সঞ্চালনায় অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক দিনেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিক্ত মাসুদ বিন আমিন সুমন।
বিশেষ অতিথি হিসাবে মানব কল্যাণ পরিষদ-এমকেপি প্রকল্পের সমন্বয়কারী ইয়াসিন আলী, সাবেক প্রধান শিক্ষক জ্যোতিশ চন্দ্র রায়, সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রুহুল আমিন, দাতা সদস্য নাসির উদ্দিন, সহকারী শিক্ষক কৃষ্ণ কুমার শীল, নারায়ন চন্দ্র বর্মন, সদস্য জাকারিয়া ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
শেষে মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে স্কুল থিয়েটার দলের শিক্ষার্থীদের অংশগ্রহনে পথ নাটক প্রদর্শন করা হয়।