আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নিজ এলাকার বাছাইকৃত ২ শতাধিক দুস্থ পরিবারকে ২৭ ফেব্রæয়ারি বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার মহিলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলার বাছাইকৃত ২ শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে রামাদানের খাদ্য উপহার বিতরণ করেন জমিয়ত মহা-সচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
বরাবরের ন্যায় এবারো মাহে রামাদানকে সামনে রেখে আমেরিকা প্রবাসী প্রিয় ছোট ভাই ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম মুন সাহেবের অর্থায়নে ১৩ আইটেমের এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সার্বিক ব্যবস্থাপনা ও পরিকল্পনা করেন ডোমার উপজেলা জমিয়তের নেতাকর্মীবৃন্দ।
এবারের প্যাকেজে ছিল ৭ কেজি চাল, ৫কেজি আলুু,২ কেজি আটা, ২কেজি পেঁয়াাজ,১ কেজি ছোলা বুট, ১ কেজি চিনি, ১ কেজি মসূর ডাল, ১ কেজি লবন, ১ কেজি সেমাই, হাফ কেজি মুড়ি, ১ লিটার সোয়াবিন তেল,গুড়া দুধ ৭৫ গ্রাম ও খেজুর ২৫০ গ্রাম।
হাদিয়া বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম মুন, প্রিন্সিপাল সাজ্জাদ কিবরিয়া পাপ্পু,আহসানুল হুসাইন আনু, ডাঃ তুহিন ইবনে হাদী, মাওলানা একরামুল হক, আলহাজ¦ মুফতী মাহমুদ বিন আলম, হাফেজ শাহিনুর রহমান, হাফেজ মিজানুর রহমান প্রমুখ।