আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীতে মরমী শিল্পী ফিরোজ সাঁই এর ৩০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্বরণ সভা এবং গুণিজনদের এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারি) সন্ধ্যায় নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেন ফিরোজ সাঁই স্মৃতি সংসদ।
সংসদের সভাপতি বিশিষ্ট কন্ঠ শিল্পী ফারুক ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংস্কৃৃতি সেবী ও সমাজ সেবক নরেশ চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসাবে কন্ঠ শিল্পী শিশির কুমার রায়, জেলা পরিষদের সাবেক সদস্য শিউলী আক্তার, এ্যাড. মালা জেসমিন, কন্ঠ শিল্পী ফেরদৌস আহমেদ, পরিমল কুমার রায় প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে সমাজে বিশেষ অবদান স্বরুপ ১২ জন গুণিব্যক্তিদের মধ্যে সাবেক ফুটবলার একেএম বদিউল আলম সরকার, সফিয়ার রহমান রতন, লেখক রফিকুজ্জামান রফিক, নাট্য অভিনেতা মোশফিকুর রহমান পারভেজ, কন্ঠ লিল্পী দেওয়ান নুরুল ইসলাম, আবৃক্তিকার নীনা মাশরাফি, কন্ঠ শিল্পী স্বপন পাল, মুকুল সওদাগড়, নৃত্য শিল্পী রাব্বি আল কাওছার রাজু, সাংবাদিক সাইফুল ইসলাম মানিক, লেখক রেজা হায়দার এবং কৃতি ফুটবলার জান্নাতুল বুবন দিপ’কে ফিরোজ সাঁই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন অতিথি শিল্পীরা।