আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বর্গীয় তুলসীদাস ব্রজবাসী (বাচ্চাসাধু)র ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বিশ^ শান্তিকল্পে কলিযুগের জীবের জীবের মুক্তি কামনায় ৩২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা বাচ্চাসাধুর আশ্রমে ভগবতগীতা পাঠ, শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। ৩য় দিনে রোববার বিকাল থেকে শুরু করে রাত অবদি উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো ভক্তের ঢল নামে। মন্দির প্রাঙ্গণ যেনো সানাতনধর্মালম্বী সম্প্রদায়ের মিলন মেলায় পরিনত হয়েছে। তাদের মধ্যে নারী ভক্তদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
ঔদিন সন্ধ্যায় পরিচালনা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু। বিশেষ অতিথি হিসাবে আগত ভক্তদের সাথে কুশল বিনিময় করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, বামুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন রায়, বোড়াগাড়ী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মাহাবুব পারভেজ সবুজ বসুনিয়া, ইউনিয়ন বিএনপি’র সভাপতি বায়োজিত ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমূখ।
অনুষ্ঠানে দেশের সুনামধণ্য ৬টি পুরুষ এবং মহিলা দল নামসুধা পরিবেশন করে। কমিটির সাধারণ সম্পাদক দোলন চন্দ্র রায় জানান, ঐতিহ্যবাহী চাচ্চাসাধুর আশ্রমে বিগত ২যুগ ধরে হরিসভা, কির্তন, নামসুধাসহ বিভিন্ন ধর্মীম অনুষ্ঠান করে আসছি। আগামীতে সরকারী বে-সরকারী, জনপ্রতিনিধি অথবা সাধারণ ভক্তদের সহযোগিতা পেলে এর চেয়েও বড় ধরণের ধর্মীয় অনুষ্ঠান করতে পারবে বলে আশা করেন তিনি।
#