আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে সুর সম্্রাট আব্বাসউদ্দিন সঙ্গীত একাডেমী আয়োজিত বিদ্যালয়ের শিশু শিল্পীদের গানের প্রতিযোগিতা ভাওয়াইয়া ও ভাটিয়ালী গানের আসর এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (০৯এপ্রিল) বিকালে উপজেলার চিকনমাটি ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন আব্বাসউদ্দিন একাডেমীর উপদেষ্টা প্রকৌশলী মঞ্জুর-উল আলম।
একাডেমীর সভাপতি এ্যড. মালা জেসমির এর সভাপতিত্বে কোষাধ্যক্ষ নুর নবী’র সঞ্চালনায় অতিথি হিসাবে উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহ আলম, সংগঠনের সাধারণ সম্পাদক ময়নুল হক সরকার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোখসানা আক্তার, জুলফিয়ারা বেগম, সাবিনা ইয়াসমিন, আরতিরানী রায়, মমিন উদ্দিনসহ অভিভাবগগণ উপস্থিত ছিলেন।
উক্ত বিদ্যালয়ের প্রায় ৩০জন শিক্ষার্থী গানের প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।