আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান নমস্কার শপিং সেন্টার পরিবারের বাৎসরিক মিলন মেলা ২০২৫ উপলক্ষ্যে র্যালি, বনভোজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।
“সততা ও ভালবাসা ব্যবসার মূলধন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুক্রবার (১১এপ্রিল) সকাল ৮টায় ডোমার বাজারের সাহাপাড়ার নমস্কার শপিং সেন্টারের সামনে থেকে পরিবারের সকল সদস্য নিয়ে এক বর্নাঢ্য র্যালি বের করে। বাটার মোড় এলাকায় গিয়ে আনুষ্ঠানিক ভাবে মিলন মেলার শুভ উদ্বোধন করেন পরিবারের কর্ণধার অরবিন্দু সাহা বুল্লি। পরে অসিম সাহার নেতেৃত্বে সদস্যদের নিয়ে দিনাজপুর জেলার “স্বপ্নপুরী” পিকনিক স্পর্টের দিকে যাত্রা শুরু করেন।
সেখানে সকাল ১১টায় উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে আনন্দ মুখোর পরিবেশে মিলন মেলায় কার্যক্রম শুরু হয়। এলাকা পরিদর্শন করে বনভোজন শেষে বিকালে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে সকল সদস্যদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
কল্যান সাহা বলেন, নমস্কার শপিং সেন্টারের সকল লোকজন আমাদের পরিবারের সদস্য মনে করি। তাই ব্যবসার ফাঁকে প্রতি বছর আমরা তাদের নিয়ে এই মিলন মেলার আয়োজন করে থাকি। পরিবারের সফলতা এবং সুস্থতা কামনায় সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করেন তিনি।