দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।। সাতক্ষীরার দেবহাটায় প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীতে ১লা বৈশাখ উদযাপিত হয়েছে। শুরুতে সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বর বৈশাখী শোভাযাত্রা শুরু হয়ে বনবিবির বটতলা যেয়ে শেষ হয়। পরে এখানে পান্তা উৎসব ও দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, দেবহাটা থানার নবযোগদানকৃত ওসি গোলাম কিবরিয়া, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহ-সভাপতি ইদ্রিস আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলী, সদস্য সচিব শহিদুল ইসলাম বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন প্রমুখ। দেবহাটার ঐতিহ্যবাহী এই ছায়া ঘেরা প্রকৃতির নিবিড় বনবিবির হিমশীতল পরশে দেবহাটা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক গোষ্ঠী দেশীয় সংগীত পরিবেশন করে।