আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে এলাকার মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬এপ্রিল) বিকালে গোমনাতী মহাবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষকদল ডোমার উপজেলা শাখা।
সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ¦ শাহাজান চৌধুরী সাজু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি আফজাল হোসেন চৌধুরী হিরো।
ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে সাবেক শিক্ষক কামরুল হক সুজা, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এএসএম গোলাপ হোসেন, সহ-সভাপতি রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ইদ্রিস আলী চৌধুরী লেবু, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, সাবেক ছাত্রনেতা এহছানুল কবির চৌধুরী অলক, সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি রবিউল আলম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে গোমনাতী ইউনিয়ন কৃষকদলের সভাপতি রইছুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ নেওয়াজ সুইট, বোড়াগাড়ী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মাহামুদ পারভেজ বসুনিয়া সবুজ, সিনিয়র সহ-সভাপতি তানজিমুল হক রুবেলসহ বিএনপি ও সহযোগি অঙ্গসংগঠেনের দলীয় নেতাকর্মী ছাড়াও মাদ্রাসা এবং এতিমখানার শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের স্বদেশ প্রত্যাবর্তন এবং সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চৌধুরী পাড়া জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব হযরত মাওঃ আশেকে এলাহী।