পঞ্চগড় প্রতিনিধিঃ
ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আকবর আলী ও তার পরিবার।সোমবার বিকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জোতসওদা গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে তার বক্তব্যে বলেন,যুবলীগ নেতা পরিচয়ে সম্প্রতি আমার বিষয়ে সন্ত্রাসী বাহীনি গড়ে তুলে জমিদখল, চাঁদাবাজি, নির্যাতনসহ বেশ কিছু অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়।এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।প্রকৃতপক্ষে আমি একজন ব্যবসায়ী সকালে জগদল বাজারে দোকানে যাই রাতে বাসায় ফিরি।কেউ কোনদিন বলতে পারবেনা এলাকায় দলীয় পরিচয় দিয়েছি বা কোন প্রভাব বিস্তার করেছি।আমার নামে কোন সার বা টিসিবির ডিলার নাই। জমি দখলের বিষয়টি মুলত আমাদের ১০ শতক জমি তাদের কাছে এবং তাদের ১০ শতক জমি আমাদের দখলে আছে।যারা আমার নামে অভিযোগ করেছে, তরিকুলসহ আরো কয়েকজন তারাই আওয়ামীলীগের পদ পদবিতে আছে।
সংবাদ সম্মেলনে স্থানীয় ব্যাক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।