আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
“নার্সিং সেবা মহৎ পেশা, করবো মোরা মানব সেবা” এই প্রতিপদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারী ডোমারে সুনাধণ্য প্রতিষ্ঠান সেবা ইনস্টিউট অব নার্সিং সায়েন্স আয়োজিত আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদসটি পালনে সোমবার (১২ মে) সকাল ১০টায় বনোয়ারী মোড় এলাকার সেবা হাসপাতাল হতে সকল ছাত্র/ছাত্রীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভিন্ন সাজে এবং শ্লোগানে মুখোরিত হয় পুরো এলাকা।
পরে হাসপাতাল মিলনায়তনে ডাক্তার ছাত্র/ছাত্রী, অভিভাবকদের নিয়ে বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে সেবা ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স এর চেয়ারম্যান ডাঃ আইনুল হকের সভাপতিত্ব্ েপ্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শাখা পরিচালক আজমগীর হোসেন। বিশেষ অতিথি হিসাবে লেকচারার শামীম আশরাফি, মাসুদ রানা, শরীফ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
পরিচালক আজমগীর হোসেন জানান, র্দীঘ ৪ বছর যাবত প্রতিষ্ঠানটি সুনামের সাথে মানবসেবায় কাজ করে আসছে। ৪র্থ ব্যাচে ৩০জন শিক্ষার্থী রয়েছে। ২০২৪-২০২৫ শিক্ষা বর্ষে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কের্সে ছাত্র/ছাত্রী ভর্তি চলছে। এসকল শিক্ষার্থী একদিন মানব সেবায় দেশকে এগিয়ে নিয়ে যাবে এমনটি আশা করেন তিনি।