আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
বৈষম্য বিরোধী আন্দোলনের পরেও শিক্ষার্থীরা বসে নেই, তাদের কোমল হাতে রং তুলির আচঁলে ফুটিয়ে তুলেছে ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়াল, শোভা পাচ্ছে রাষ্ট্র ও সমাজ সংস্কারের নানা চিত্র।
এমন দৃশ্যটি চোখে পড়ে রবিবার সকালে বিদ্যালয়ের মুল ফটেকের লম্বা দেয়ালে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিত্র শিল্প নিয়ে ব্যস্ত সময় পার করছে। তারা পেশাদার শিল্পী না হলেও তাদের নরম কোমল হাতের ছোঁয়ায় সৌন্দর্যের মুগ্ধতা ছড়াচ্ছে বিভিন্ন সড়কের পাশে ও বিদ্যালয়ের দেয়ালে। স্বাধীনতার জয়গান, তরুনদের উন্মাদনা, ভালবাসার উচ্ছাস এবং মানবতার জয়গান।
অর্জিত স্বাধীনতা, মুক্ত বাক উম্মচন, নতুন স্বাধীনতা নতুন অঙ্গীকার, শুধু অপেক্ষা নতুন ভাবে দেশ গড়ার, বাংলাদেশের লাল সবুজের পতাকা, ধর্ম যার যার দেশ সবার, মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতিকথা, সমাজ সংস্কার ও অনিয়ম দুর্নীতি এবং বৈষম্যবিরোধী নানা চিত্র দিয়ে বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়াল ফুটিয়ে তুলছে।
প্রচন্ড রোদে পুড়েও যেন প্রশান্তি, উৎসাহ উদ্দীপনার যেন কমতি নেই। তারা দলে দলে বিভক্ত হয়ে দৃষ্টি নন্দন করে গড়ে তুলছে গোটা শহড়। তাদের রং তুলির ছোঁয়ায় বিভিন্ন চিত্র ও শ্লোগান মুগ্ধ করেছে নানা শ্রেনী পেশার মানুষকে। তারা বলেন আমারা নতুন বাংলাদেশ গড়তে চাই, কথা বলার অধিকার চাই। অধিকারের কথা বলতে গিয়ে আর কোন আবু সাঈদ বা মুগ্ধ ভাইদের মতো তাজা প্রাণ দিতে না হয়।
তারা নিজেরাই মা বাবার কাছ থেকে টাকা নিয়ে রং,তুলি, ব্রাশ কিনে এই সুন্দর্য্য ফুটিয়ে তুলছে গোটা এলাকায়। এই সব দেখে আগামী প্রজন্ম ছাত্র আন্দেলনে সকল শহীদদের মনে প্রাণে ধারণ করবে বলে আশা করেন শিক্ষার্থীরা।