আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে সাম্প্রদায়ীক সম্প্রীতি, বৈষম্যহীনতা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে ডোমার সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে সদর ইউনিয়নের পাগলাবাজার মাঠে বিশাল সমাবেশে দল বেধেঁ বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে মুখোরিতো করে পুরো এলাকা।
পরে এক আলোচনা সভায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় সভার কাজ শুরু করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু। প্রধান বক্তা সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, বিশেষ বক্তা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তুলু, মাসুদ বীন আমিন সুমন বক্তব্য প্রদান করেন।
এ ছাড়াও অতিথি হিসাবে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আনোয়ারুল হক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম সফি, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সলেমান ইসলাম বাপ্পি, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাকিব আল আকাশ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সাজু প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি কাওছার আলম বকুল, যুগ্ন সম্পাদক শফিউল বারী বুলবুলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। গণহত্যাকারী সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের দ্রæত বিচারের জোর দাবী জানান। আগামী সংসদ নির্বাচনে ডোমার-ডিমলার মাটি ও মানুষের নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ প্রদান করেন।