এম এ আছাদ, নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটায় স্কুল শিক্ষক এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ের উপর এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৫ আগস্ট সকাল ১১ টায় টাউন শ্রীপুর শরচ্চন্দ্র হাই স্কুলে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সি এফ এইচ এন চম্পা রানীর সঞ্চালনায় সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান সুমন উপরোক্ত বিষয়ের উপর বিস্তর আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. আবুল ফজল, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার ব্যানার্জি, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ, ভিডিসি ইউনিয়ন সাধারণ সম্পাদক ফিরোজ আলম, ভিডিসি সদস্য বৃন্দ ও শিক্ষকবৃন্দ। অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।