মো. মিজানুর রহমান (মিজান) , চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে শিক্ষক কর্তৃক ছাত্রকে এসএস পাইপ দিয়ে ব্যাপক মারপিটের কারণে রক্তাক্ত জখম হলে সহপাঠি বন্ধুরা আহত অবস্থায় ৪ ছাত্রকে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
এ ঘটনাটি গত ৩ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১ টায় উপজেলার ঘুঘুরাতলীস্থ সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে ঘটেছে।
হাসপাতাল সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১ টা ৩৮ মিনিটে কয়েকজন ছাত্র রক্তাক্ত জখম, কালসিরা অবস্থায় ৪ জন আহত ছাত্রকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে। আহতরা হল- শুভ (১৭)একাদশ শ্রেণি, নিলয় (১৭) একাদশ শ্রেণি, সাকিব (১৭) দশম শ্রেণি ও শাহারিয়ার নাফিস (১৭) একাদশ শ্রেণি।
ঘটনা অনুসন্ধানে জানা গেছে, জনৈক ছাত্র তার এক সহপাঠি বন্ধুর কাপড় পড়ায় ওই বন্ধুর সাথে কথা কাটাকাটি হয়। এরপর সহপাঠি বন্ধু আবাসিক শিক্ষককে অভিযোগ দিলে ওই আবাসিক শিক্ষক ক্ষুদ্ধ হয়ে এসে প্রতিষ্ঠান চেয়ারম্যানের পরামর্শে ওই জনৈক ছাত্রকে এসএস পাইপ দিয়ে ব্যাপক মারপিট শুরু করে। এসময় তাকে রক্ষা করতে সহপাঠি ৩ বন্ধু এগিয়ে আসলে তাদেরকেও ব্যাপক মারপিট করা হয়। এরপর আবাসিকের সকল ছাত্ররা ক্ষুদ্ধ হয়ে স্কুল এন্ড কলেজে ভাংচুর করে প্রতিবাদ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষকরা সকলে পালিয়ে যায়। সংবাদ পেয়ে চিরিরবন্দর থানার পুলিশ ওই প্রতিষ্ঠানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। কোন অভিভাবক আইনগত সহায়তা চাইলে, আইনগত সহায়তা দেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ ডালিয়া আকতার জানান, ভর্তিকৃত রোগীগুলোকে নিয়ে স্কুল কতৃপক্ষ রাতের কোন একসময় হাসপাতাল কতৃপক্ষকে না জানিয়ে নিয়ে গেছে। পরদিন সকালে রোগীগুলোকে পাওয়া যায়নি। স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত নার্সগণও এ বিষয়ে কিছু বলতে পারেননি।
এ ব্যাপারে ওই শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও আব্দুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান বাবু জানান, একটা অনাকাংখিত ঘটনা ঘটেছে। অভিভাবকদের সাথে আলোচনা করে সমাধান করা হবে।