পাইকগাছা (খুলনা) প্রতিনিধি। খুলনার পাইকগাছার লতায় জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লতা ইউনিয়ন পরিষদ চত্বরে মা অস্ট্রেলিয়ান চ্যারিটি ট্রাস্টের সহযোগিতায় ইউনিয়নের ১ হাজার মানুষের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ আব্দুলাহ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান বাবলু সরদার, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক আলতাফ হোসেন , যুগ্ন-সম্পাদক বুলবুল আহমেদ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইব্রাহিম গাজী, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি হারুনর রশিদ মোড়ল, শিক্ষক মাওঃ হামিদ গাজী, মাওঃ রফিকুল ইসলাম, মাওঃ আব্দুস ছবুর, ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল ও বিজন হালদার।