আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
“শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত শনিবার (০৫ অক্টোবর) সকাল ১১টায় ডোমার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত¡র হতে এক বর্ণাঢ্য র্যালি বের করে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা একাডেমীক সুপার ভাইজার সাফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম।
শিক্ষক রইছুল আলমের সঞ্চালনায় অতিথি হিসাবে ডোমার ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শামসুদ্দিন হোসাইনী, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন রাজু, মিরজাগঞ্জ বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রভাষক গোলাম মোস্তফা, শিক্ষক আব্দুস সালাম, মেহেরুন আক্তার পলিন, হারুন অর-রশিদ, তাপস কুমার অধিকারী প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অংশগ্রহন করেন। বক্তাগণ বিভিন্ন দাবীদাবা তুলে ধরেন এবং শিক্ষকদের সমান মর্যাদা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় করণের জোর দাবী জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন শিক্ষক সমাজ।