দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটা থানায় দুই মাসের সাজাপ্রাপ্ত একজন আসামী গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার ১০ অক্টোবর রাতে উপজেলার সখিপুর বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
দেবহাটা থানা সুত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খাঁন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) স্যারের তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল, জনাব মোঃ আমিনুর রহমান স্যারের সার্বিক সহযোগিতায় জনাব মোঃ ইদ্রিসুর রহমান, অফিসার ইনচার্জ, দেবহাটা থানা মহোদয়ের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাবুর রহমান, সংগীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং-১০/১০/২০২৪ তারিখ রাত্র অনুমান ২২.৪৫ ঘটিকার সময় দেবহাটা থানাধীন সখিপুর বাজার এলাকা ধেক ০২ (দুই) মাসের সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ আব্দুল মালেক (৫০), পিতা-মৃত গোলাম বারী, সাং-মাঝ সখিপুর, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। উক্ত আসামীকে ইং-১১.১০.২০২৪ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।